নাটোরের বাগাতিপাড়া উপজেলার বড়াল নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপন করা বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত বাগাতিপাড়া মডেল থানা পুলিশের সহযোগীতায় পরিচালিত এ অভিযানে জামনগর, কুশাবাড়ি, সালাইনগর ও বাজিতপুর এলাকার নদীতে স্থাপিত অবৈধ বাঁধ, বানা, বাঁশ ও খুঁটি জব্দ করে পরবর্তীতে বিধি অনুযায়ী পুড়িয়ে বিনষ্ট করে উপজেলা মৎস্য দপ্তর।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। তিনি বলেন, “প্রবাহমান জলাশয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এতে প্রাকৃতিকভাবে মাছের প্রজনন ও চলাচল ব্যাহত হয়, যার ফলে মৎস্য সম্পদের ক্ষতি ঘটে। জনস্বার্থে ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন নদ-নালায় অবৈধ বাঁধ ও বানা স্থাপন করে মাছ আহরণের প্রবণতা বেড়ে যাওয়ায় উপজেলা মৎস্য দপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে।
কেকে/এজে