ফরিদপুরের মধুখালীতে স্ত্রী হত্যার ঘটনায় প্রধান আসামি স্বামী সৌরভ কুমার দাসকে গ্রেফতার করেছে র্যাব–১০।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–৬ এর সহযোগিতায় গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মধুখালী থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র্যাব।
এদিকে, গত ২০ অক্টোবর সকালে মধুখালী থানার পশ্চিম গাড়াখোলা এলাকায় ভাড়াবাড়িতে স্ত্রী ঝর্ণা দাসকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন সৌরভ। ঘটনার পর তিনি পালিয়ে যান। নিহত ঝর্ণা ও সৌরভের দুই বছর দশ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
পারিবারিক কলহের কারণে ঝর্ণা কয়েক মাস ধরে বাবার বাড়িতে ছিলেন। স্বামী–স্ত্রীর মধ্যে টানাপোড়েন চলাকালীনই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনার পর নিহতের মা শেফালী রানী দাস বাদী হয়ে মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ফরিদপুর র্যাব–১০ ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম সংবাদ সম্মেলনে আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেকে/ আরআই