কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় রামপুর মৌজার চিংড়ি এস্টেটের ইজারা গ্রহীতা এবং মৎস্য সেক্টরের স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা করেছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।
রোববার (২৬ অক্টোবর) সকালে চকরিয়া উপজেলা পরিষদের হলরুম মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্টেকহোল্ডারদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আবু তাহের মুহাম্মদ জাবের।
বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রউফ, অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মো. হেমায়েত হোসেন, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. আহসান হাবিব খান, উপপরিচালক (চিংড়ি শাখা) এসএম মনিরুজ্জামান, কক্সবাজার চিংড়ি চাষ সম্প্রসারণ অঞ্চল উপপরিচালক অধীর চন্দ্র দাস, জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা।
উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছিন মিয়া, বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, কোস্টগার্ড মহেশখালীর কন্টিজেন্ট কমান্ডার।
এছাড়াও, সভায় চকরিয়া চিংড়ি এস্টেটের ১০ ও ১১ একর চিংড়ি প্রজেক্টের ইজারা গ্রহীতা, মৎস্য চাষী, মৎস্যজীবী উপস্থিত ছিলেন।
সভার পূর্বে আবু তাহের মুহাম্মদ জাবের চকরিয়া সরকারি চিংড়ি এস্টেটে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টে, মৎস্য অধিদপ্তরের চলমান বিভিন্ন কাজ (বেড়িবাঁধ, স্লুইস গেইট, খাল খনন, পুকুর খনন, অফিস ভবন, গার্ড শেড) পরিদর্শন করেন। এ সময় ৪৮ একর প্রদর্শনী খামার সংলগ্ন বেড়িবাঁধে ভিয়েতনামী নারিকেল গাছের চারা ও তাল গাছের চারা রোপণ করা হয়।
কেকে/এমএ