যশোরে সরাসরি ভুক্তভোগীদের অভিযোগ শুনেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
রোববার (২৬ অক্টোবর) যশোর জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভুক্তভোগীরা দুদকের চেয়ারম্যানের সামনে যশোরের বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের নানা দুর্নীতি তুলে ধরেন।
জেলার স্বাস্থ্য বিভাগ, বিশেষ করে যশোর সদর জেনারেল হাসপাতালের ওষুধ চুরি ও খাবার সরবরাহসহ নানা দুর্নীতি তুলে ধরা হয়। এছাড়া সড়ক জনপথ, এলজিইডি, খাদ্য বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, বিআরটিএ, পানি উন্নয়ন বোর্ডসহ ৪০টি ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিয়া আলী আকবর আজিজী, জেলা পুলিশ সুপার রওনক জাহান।
গণশুনানির মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম।
সভায় অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যুক্তি ও কাগজপত্র উপস্থাপন করে অভিযোগ খন্ডন করার চেষ্টা করেন।
দুদকের পক্ষে বলা হয়, ‘উত্থাপিত বিষয়ে কাগজপত্র অভিযোগের প্রাথমিক তদন্তের আলোকে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা মিললে অবশ্যই দুদকের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
অনুষ্ঠানে যশোরের জেলা-উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেকে/এমএ