পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় বসতঘর থেকে ছয়টি জাতি সাপের বাচ্চা উদ্ধার করেছে করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের আহম্মেদ ইব্রাহিম অরবিলের বসতঘর থেকে জাতি সাপের বাচ্চা উদ্ধার করেন সাপুড়ে আবদুর রব।
তিনি নিশ্চিত করেন সাপের বাচ্চাগুলো জাতি সাপ।
জানা যায়, দশমিনা ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে বসবাস করেন আহম্মেদ ইব্রাহিম অরবিল দম্পতি। তাদের একটি ঘর ভাড়া দেন। ইউনিয়ন বিএনপির সভাপতি জহির চৌকিদার দম্পতি ওই ঘরে বসবাস করে আসছে। রোববার সকাল নয়টার দিকে তারা দেখতে পান, তাদের ঘরের কোন থেকে দুইটি সাপের বাচ্চা মেঝেতে ঘোরাঘুরি করছে। সাপের বাচ্চা দুইটা তাড়া করলে তাদের দিকে ফোঁসে উঠে। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন আসলে সাপের বাচ্চা দুইটা ঘরের কোনে চলে যায়। তারা গলাচিপা থানার উলানিয়া বন্দরের সাপুরে আবদুর রবকে মোবাইলে খবর দিলে তিনি এসে একে একে ৬টি সাপের বাচ্চা জীবিত উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় ওই বাসার আশপাশে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর প্যাদা জানান, আমরা কয়েকজন ইউনিয়ন পরিষদের নিচে বসে কথা বলছিলাম। পাশে বাসা থেকে চিৎকারের শব্দ পেয়ে ছুটে যাই। আমরা যাওয়ার আগেই সাপের বাচ্চা গর্তে চলে যায়। পরে গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরের আবদুর রব সাপুড়েকে খবর দিলে তিনি এসে একে ছয়টি বিষধর সাপ উদ্ধার করেন। পরে সাপগুলো নিয়ে যায়।
ভাড়াটিয়া ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জহির চৌকিদার জানান, সকালে আমার ছোট ছেলে দেখে দুইটি সাপের বাচ্চা ঘরের মেঝেতে ঘোরাঘুরি করছে। সাপের বাচ্চাকে মারতে গেলে ফোঁসে তেড়ে আসে। পরে চিৎকার করলে এলাকার লোকজন আসলে সাপ দুইটা ঘরের কোণের গর্তে ডুকে যায়। পরে গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরের আবদুর রব ওঝাকে খবর দিলে তিনি এসে একে একে ৬টি সাপের বাচ্চা উদ্ধার করেন।
আবদুর রব জানান, সকালে ফোন পেয়ে ঘটনা স্থলে আসি। গর্ত থেকে একে একে ছয়টি জীবিত সাপের বাচ্চা উদ্ধার করি। ঐ গর্তে আর কোনো সাপ নাই।’
কেকে/ এমএ