নারায়ণগঞ্জ শহরের খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কীট দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের পরিচালক আবুল বাশারের হাতে ডেঙ্গু পরীক্ষার জন্য এক হাজার কীট তুলে দেন তিনি।
এ সময় মামুন মাহমুদ বলেন, ‘সারাদেশে ডেঙ্গু ও চিকনগুনিয়ার মহামারী চলছে। বিশেষ করে নারায়ণগঞ্জের পরিস্থিতি আরও নাজুক। রোগীদের তুলনায় হাসপাতালে পর্যাপ্ত কীটের সরবরাহ নেই। এমন পরিস্থিতিতে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে সামান্য উপহার নিয়ে রোগীদের পাশে দাঁড়াতে এসেছি।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল প্রমুখ।
কেকে/এমএ