‘অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশন’ এই স্লোগানকে ধারণ করে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হয়েছে ১৬তম বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস।
দিবসটি উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-তে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শিমুলতলা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় যথাস্থানে এসে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর। তিনি সকলকে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবসের শুভেচ্ছা জানিয়ে দেশের সর্বস্তরে পুনর্বাসন সেবা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বরাবরের মতো এবারও বিশ্বের ১১১টি দেশের সঙ্গে বাংলাদেশে দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশ অকুপেশনাল থেরাপি এসোসিয়েশন (বিওটিএ), বাংলাদেশ হেলথ প্রফেশনস ইন্সটিটিউট (বিএইচপিআই)-এর অকুপেশনাল থেরাপি বিভাগ এবং পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)-এর সম্মিলিত উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
অকুপেশনাল থেরাপি পেশা ও চিকিৎসা সেবা সম্পর্কে দেশব্যাপী প্রচার-প্রসারই ছিল উদযাপনের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে লিফলেট, পোস্টার ও ব্যানারসহ নানা প্রচার উপকরণ বিতরণ করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অকুপেশনাল থেরাপি এসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক শেখ মনিরুজ্জামান, অকুপেশনাল থেরাপি বিভাগের কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান মো. তৌহিদুল ইসলাম এবং টিএমএসএস-এর সহকারী নির্বাহী পরিচালক মতিউর রহমান।
এছাড়াও র্যালিতে অংশ নেন বিওটিএ সদস্য, অকুপেশনাল থেরাপি শিক্ষার্থী ও পেশাজীবী, চিকিৎসক, নার্স, সমাজকর্মী, পুনর্বাসন প্রতিষ্ঠান ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।
র্যালি শেষে সকাল ১১টায় আলোচনাসভা ও নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত হয়। সাভারের সিআরপির পাশাপাশি দেশের ১৩টি শাখায়ও দিবসটি উদযাপিত হয়।
এ ছাড়া বিভিন্ন সরকারি হাসপাতাল যেমন—ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল, জাতীয় ট্রমাটোলজি ও অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও দিবসটি পালন করা হয়।
সাভারে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে অকুপেশনাল থেরাপি কোর্স চালু, সরকারি পর্যায়ে অকুপেশনাল থেরাপিস্টদের প্রথম শ্রেণিতে পদায়ন, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়ন এবং স্বাস্থ্যখাতে অকুপেশনাল থেরাপি অন্তর্ভুক্তিসহ নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
কেকে/ আরআই