কুড়িগ্রামের রৌমারীতে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল কবির।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু। অপরাধ দমনে জনগণের সহযোগিতা ছাড়া শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। প্রত্যেক নাগরিক যদি আইন মেনে চলে, তাহলে সমাজ আরও নিরাপদ হয়ে উঠবে। এছাড়া নিরাপদ রৌমারী গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষে পুলিশ ও জনসাধারণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া, চুরি-ছিনতাইসহ স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।
কেকে/ আরআই