চাটখিলের সন্ত্রাসী ও মাদক কারবারি নাছির গ্রেফতার
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৬:৩৫ পিএম

ছবি: প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি নাছির উদ্দিন শিষকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পাঁচ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নাছির উদ্দিন শিষ মোহাম্মদপুর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী লাদেন স্বপনের পুত্র। তার বাড়ি মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা (পাটোয়ারী বাড়ি) গ্রামে।
রোববার রাতে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতানের নেতৃত্বে মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা গ্রামে পরিচালিত অভিযানে নাছির উদ্দিন শিষকে গ্রেফতার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘গ্রেফতারকৃত নাছির উদ্দিন শিষ চাটখিল থানার এজাহারনামীয় আসামি। তাকে আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’
কেকে/ এমএ