গাইবান্ধার সুন্দরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রোববার (২৬ অক্টোবর) রাতে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের মাঠের হাট কবরস্থান এলাকার (৭নং ওয়ার্ড) পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরনে ছিল ছাইরঙের প্যান্ট ও ফুলহাতা শার্ট। মুখে অগোছালো পাতলা কালো দাড়ি, দেখতে পাগলের মতো। বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর। মুখের ওপর পাটির দাঁতগুলো উঁচু ও ফাঁকা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. রানা মিয়া বলেন, ‘কখন মারা গেছে ঠিক বলতে পারছি না। তবে বিকেল ৩টার দিকে বুঝতে পারি লোকটা মারা গেছে। গত ৩–৪ দিন ধরে ওই পাগল লোকটিকে এ এলাকায় দেখা যাচ্ছিল।’
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ‘মরদেহ থানায় রাখা হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য বাহির থেকে টিম আসছে। পরিচয় শনাক্ত না হলে মরদেহ আনজুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হবে।’
কেকে/ আরআই