সোমবার, ২৭ অক্টোবর ২০২৫,
১১ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
শিরোনাম: রাজধানীতে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার      প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান      ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩      নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ      যারা জনমত ভয় পায় তারাই গণভোটের বিপক্ষে কথা বলছে      খাল খনন-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে ডিএনসিসি      বাংলাদেশের পরিবার পরিকল্পনা মডেলে আগ্রহী পাকিস্তান      
রাজধানী
খাল খনন-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৪:৩০ পিএম

জলাবদ্ধতা নিরসন ও পানি প্রবাহ ঠিক করতে খাল পরিষ্কার কর্মসূচি পালন করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

এরই অংশ হিসেবে আজ (সোমবার) পানি প্রবাহ ঠিক রাখার জন্য আগারগাঁও-কল্যাণপুর ‘চ’ খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মীরা জানান, ডিএনসিসির কর্মীরা নিয়মিত বিভিন্ন এলাকার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসবে আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেনের আগারগাঁও-কল্যাণপুর ‘চ’ খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডিএনসিসির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা এসব কাজ নিয়মিত পরিচালনা করছি।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে গৃহীত পদক্ষেপ এবং ব্লু-নেটওয়ার্ক সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি। জলাবদ্ধতা নিরসনে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে— জলাবদ্ধতা প্রবণ স্থান চিহ্নিতকরণ, ম্যাপিং, হটস্পট চিহ্নিতকরণসহ দ্রুত পদক্ষেপ নেওয়া।

১০টি অঞ্চলে ২০টি কুইক রেসপন্স টিম গঠন করেছে তারা। যার মাধ্যমে নিয়মিত পিট, ক্যাচ পিট, ড্রেনেজ লাইন পরিষ্কার করা হচ্ছে। ফলে জলাবদ্ধতা দ্রুত হ্রাস পাচ্ছে বলে দাবি তাদের।

তারা বলছে, ২০২৪-২০২৫ অর্থবছরে ২২১.৮৫ কিমি স্ট্রম ওয়াটার ড্রেন ও ১.৫৪৭ কিমি বক্স কালভার্ট পরিষ্কার করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে ১১০.৯৩ কি.মি. রাস্তা ও ১০৫.৮৯ কি.মি. নর্দমা নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মোট ২৯টি খাল রয়েছে, যার মোট দৈর্ঘ্য প্রায় ৯৮ কি.মি., তন্মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২৪.০০ কি.মি. খাল পরিষ্কার ও খনন করা হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী নিয়মিত খালের বর্জ্য পরিষ্কার করতে ৩৬০ জন পরিছন্নতা কর্মী নিয়োজিত করা হয়েছে। ২৯টি খাল এবং ১টি রেগুলেটিং পন্ডের সীমানা নির্ধারণ করা হয়েছে। খালের পাশে ১৩০০টি সীমানা পিলার স্থাপন করা হয়েছে। রিটেনশন পন্ড ও খালের জিআইএস ডাটাবেইজ, জিআইএস হটস্পট ম্যাপ প্রস্তুত করা হয়েছে। ডিএনসিসির ৩০ জন কর্মকর্তা, কর্মচারীকে জিআইএস প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রামপুরা পাম্পিং স্টেশনে ৫টি ৫ কিউমেক ক্ষমতা সম্পন্ন পাম্প রয়েছে। 
 
এছাড়া ৫ কিউমেক ক্ষমতা সম্পন্ন ১টি নতুন পাম্প স্থাপন করা হয়েছে। কল্যাণপুর পাম্পিং স্টেশনে ৩.৩ কিউমেক ক্ষমতা সম্পন্ন ৩টি এবং ৫ কিউমেক ক্ষমতা সম্পন্ন ২টি পাম্প রয়েছে। 

পাশাপাশি নতুন ১৬ কিউমেক ক্ষমতা সম্পন্ন পাম্প হাউজ নির্মাণ সংক্রান্ত ডিপিপি প্রস্তুতির কাজ চলমান রয়েছে। কল্যাণপুর রিটেশন পন্ড থেকে প্রায় ১.১২ লক্ষ ঘন মিটার স্লাজ/মাটি খনন ও অপসারণ করে জলাধারগুলোর ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে। কল্যাণপুর ও রামপুরা পাম্প স্টেশনদ্বয় ছাড়াও মিরপুর ও আব্দুল্লাহপুরে দুটি ছোট পাম্প স্টেশন রক্ষণাবেক্ষণ করে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। 

কল্যাণপুর প্রধান খাল ও বেগুনবাড়ী খালের বিভিন্ন অংশে প্রায় ১,২৩,৫৬৪ ঘন মি: স্লাজ অপসারণ কাজ চলমান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন ভাবে অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ ও উন্নয়ন  (ফেজ-১) প্রকল্পের আওতায় ড্রেনেজ লাইন নির্মাণের কাজ চলমান আছে। কাজগুলো সমাপ্ত হলে পরবর্তীতে সেকেন্ডারি ড্রেনেজ লাইন নির্মাণ করা হলে নতুন এলাকায় জলাবদ্ধতা হ্রাস পাবে বলে দাবি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  খাল খনন   পরিচ্ছন্নতা কার্যক্রম   ডিএনসিসি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন নয়নাভিরাম দুর্গাসাগর দীঘি
সুন্দরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
রাণীশংকৈলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
চাটখিলের সন্ত্রাসী ও মাদক কারবারি নাছির গ্রেফতার
মেঘনায় অবৈধ বালুমহাল, প্রশাসনের হুঁশিয়ারি

সর্বাধিক পঠিত

ববির ছাত্রী হলে তীব্র পানি সংকট
গজারিয়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা
মাদারগঞ্জে হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১ দোকান পুড়ে ছাই
রাজনৈতিক অনিশ্চয়তা, চ্যালেঞ্জ ও গণতন্ত্রের ভবিষ্যৎ
নালিতাবাড়ীতে মাদকসেবী যুবকের কারাদণ্ড

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close