রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র্যাব-২।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে বাবর রোড এলাকার সাত নম্বর সেক্টরে এ অভিযান চালানো হয়।
র্যাব-২ জানায়, অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ৭ দশমিক ৬৫ মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১টি বিদেশি ৭ দশমিক ৬৫ মিলিমিটার পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড তাজা গুলি, ৫টি সামুরাই, ১০টি লোহার দা, ২টি চায়নিজ কুড়াল, ৪টি পেট্রোল বোমা, ১০টি পেট্রোল বোমা তৈরির খালি কাঁচের বোতল, ১০টি হান্টার বিয়ার ক্যান, ৩৩টি এসএস পাইপের লাঠি, ১৪টি কাঠের লাঠি, ৩০টি পুরাতন হেলমেট।
র্যাব-২’-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া, ওই এলাকাটিতে এখন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’
কেকে/ এমএ