পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড শহীদ জালাল এলাকায় লিজ নেওয়া তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৬ অক্টোবর ২০২৫) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে কাছিপাড়া ইউনিয়নের ছএকান্দা এলাকার আব্দুল লতিফ খানের লিজ নেওয়া তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে একই বাড়ির মো. মিরাজ হাওলাদার, মো. আব্বাস হাওলাদার, মো. মিজানুর হাওলাদার, মো. মাসুদ হাওলাদার ও মো. শামীম হাওলাদারসহ পাঁচজন। দীর্ঘদিনের বিরোধের কারণে প্রতিপক্ষ ক্ষতি করার উদ্দেশ্যে পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগে রয়েছে। এতে পুকুরের সব মাছ মারা যায়।
আব্দুল লতিফ খান জানান, এই তিনটি পুকুর লিজ নিতে এবং মাছের খাবার কিনতে ধার-দেনা করে টাকা বিনিয়োগ করেছিলাম। প্রতিপক্ষ বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলেছে। এখন আমি পথে বসে গেছি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।
কেকে/ আরআই