কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফরম পূরণসহ অন্যান্য ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে মানববন্ধন করেন ছাত্রছাত্রীরা।
এর আগে অধ্যক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি পাঠান তারা। তাদের দাবি—ফি কমানো হলে ফরম ফিলাপ করবেন, না হলে করবেন না।
মানববন্ধনে অনার্স ও বিএড শ্রেণির অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। বক্তব্য রাখেন—ইয়াছিন আরাফাত, সুবর্ণা চৌধুরী, জহিরুল ইসলাম, রাশেদ ইকবাল, আশিক ভূঁইয়া। তারা বলেন, গত ছয় মাস পূর্বে ফরম ফিলাপ ছিল ৪৫০০ টাকা, এখন ৭৮০০ টাকা।
শিক্ষার্থীরা বলেন, মৌখিক পরীক্ষার ফি আগে ছিল ৫০০ টাকা, বর্তমানে ৭০০ টাকা। আমরা ইনকোর্স পরীক্ষার ফি দিয়ে ভর্তি হয়েছি—কিন্তু নতুন করে ইনকোর্স পরীক্ষার ফি অতিরিক্ত সংযোজন করা হয়েছে ৬০০ টাকা।
মানববন্ধন শেষে কলেজ ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলে সংস্কারের নামে চাঁদাবাজি, বন্ধ করো, করতে হবে; অযৌক্তিক ফরম ফিলাপ ফি বন্ধ করো, করতে হবে; শিক্ষা বাণিজ্য নয়, শিক্ষা অধিকার।
সুবর্ণা চৌধুরী নামে এক শিক্ষার্থী বলেন, “সারাদেশে ১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ আছে। যদি এ শিক্ষা বাণিজ্য বন্ধ না করা হয়, ফি যদি না কমানো হয়, আমরা ফরম পূরণ করব না। আমরা অনার্স-মাস্টার্স শেষ করে এখন বেকার। না পারি পরিবার থেকে টাকা নিতে, না আমাদের কোনো চাকরি আছে।”
এ বিষয়ে অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী আকতার বলেন, “ফি কমানোর বিষয়ে শিক্ষার্থীরা একটি আবেদন জমা দিয়েছে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠিয়েছি। এখানে যারা পড়ে—মোটামুটি সবাই নিম্নবিত্ত পরিবারের সদস্য। বিএড ক্লাসের ফরম ফিলাপ বাবদ ২৮০০ টাকা ফি বৃদ্ধি করা হয়েছে। তা কমানোর প্রয়োজন।”
কেকে/এজে