আগামী মাসেই তারেক রহমান দেশে ফিরবেন এবং নির্বাচনী প্রচারণায় দেশের প্রতিটি উপজেলায় যাবেন বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
শনিবার সন্ধ্যায় কেরানীগঞ্জের রোহিতপুরে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আমান উল্লাহ আমান বলেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপির নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠন করা হবে।
তিনি আরও বলেন, দেশে একটি দল নির্বাচন চায় না। তারা জানে নির্বাচন হয়ে গেলেই তাদের মাতব্বরি শেষ হবে। তাই তারা নির্বাচন বানচালের পায়তারা করছে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, বিএনপি জনগণের স্বার্থের রাজনীতি করে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জনগণকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করবে।
রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহসভাপতি রুহুল আমিন, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ, উপজেলা ছাত্রদল আহ্বায়ক হাজী সাইফুল ইসলাম, উপজেলা জাসাস আহ্বায়ক শাফায়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কেকে/ আরআই