জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আলোচিত মাসুদ হত্যার ঘটনায় রুবেল প্রামাণিক ও প্রবাসী ফরিদুল ইসলামকে মামলায় অব্যাহতির দাবি জানানো হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চত্বরে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীর পরিবার এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফরিদুল ইসলাম বলেন, ‘গত ১২ জুলাই রাতে দুর্বৃত্তরা তার ভাতিজা মাসুদকে হত্যা করে এবং ছোট ভাই রুবেল প্রামাণিককে হত্যার চেষ্টা চালায়। ঘটনার সময় তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে ছোট বোনের শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। অথচ পরে পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে তিন মাস আট দিন জেলহাজতে রাখে। পরবর্তী পুলিশ তদন্তে তার কোনো সংশ্লিষ্টতা না পেয়ে আদালতে চার্জশিটে তাকে নির্দোষ হিসেবে উল্লেখ করে প্রতিবেদন দাখিল করে।’
ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘মামলার আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশের মাধ্যমে হত্যার দায় তার ও ছোট ভাই রুবেলের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।’
তিনি মাসুদ হত্যা মামলার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের গ্রেফতার ও আহত রুবেল প্রামাণিকের জামিন ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া, গত ২২ অক্টোবর তার বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনার লিখিত অভিযোগ আমলে নিয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান ফরিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফরিদুল ইসলামের মা ফুলেজা বেগম ও খালা খাদিজা বেগম।
তারা নির্দোষ রুবেল প্রামাণিক ও ফরিদুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।
কেকে/ এমএ