পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় এক সেনা সদস্যের পিতার আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রোববার (২৬ অক্টোবর) উপজেলার বহরমপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বগুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছালাম হাওলাদার ইউনিয়নের বাসিন্দা মৃত্যু খালেক হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে বসতঘর থেকে বের হয়ে যান ছালাম হাওলাদার। পরে রাত বেশি হওয়ায় ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজনসহ আত্নীয়-স্বজন বহু খোঁজাখুঁজি করে না পেয়ে যার যার ঘরে চলে যায়। রোববার সকালে লোকজন ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় তার বাড়ির পূর্ব পাশের গাব গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা বাড়ির লোকজনকে খবর দিলে আত্নীয়রা এসে তাকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দশমিনা থানায় খবর দেন। পুলিশ ঘটনা স্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আত্মহত্যাকারীর ভাই মো. রুবেল হাওলাদার জানান, ঘটনা বুঝতে পারছি না। কারও সাথে কোন বিরোধ নাই। তার দুইটি ছেলে- বড় ছেলে সেনাবাহিনীতে আছে। তাদের ছোট নিরিবিলি সংসার। রাতে ঘর থেকে বের হয়ে যায়। বেশি রাত হওয়ায় ঘরে ফিরে না আসায় খোঁজ করে না পেয়ে আমরা বাসায় এসে ঘুমিয়ে পড়ি। সকালে লোকজন ঘরের সামনে চিৎকার করে বলেন, আপনার ভাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আমি দৌড়ে গিয়ে দেখি, ভাই গাছের সাথে ঝুলে আছে। পরে দশমিনা থানা পুলিশ নিয়ে আসে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, ‘সকালে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা ছালাম হাওলাদারে মরদেহ উদ্ধার করে দশমিনা থানায় আনা হয়। অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।’
কেকে/ এমএ