নীলফামারীতে প্রাকৃতিক উপায়ে মাটির উর্বরতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘অলিন্দ জৈব সার’ নামের একটি কারখানার উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার উত্তর হারোয়া গ্রামে গ্রামীণ এগ্রোটেক সল্যুশনের আয়োজন করা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দিন।
এ সময় বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ, জেলা জজ আদালতের সরকারি কৌশলী (জিপি) আবু মো. সোয়েম, কারখানার নির্বাহী পরিচালক মাহমুদুল হক প্রধান, মার্কেটিং ডিরেক্টর সুজন কুমার রায় প্রমুখ।
বক্তারা, প্রাকৃতিক উপায়ে প্রস্তুত এই জৈব সার মাটির উর্বরতা রক্ষা ও টেকসই কৃষি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কারখানার নির্বাহী পরিচালক মাহমুদুল হক প্রধান বলেন, গুণগত মান রক্ষার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। আমাদের আধুনিক যন্ত্রের মাধ্যমে প্রতিদিন প্রায় ২০ মেট্রিক টন জৈব সার উৎপাদন করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সার ডিলারসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই