টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারি রোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে ‘এন আইডি যার, টিকিট তার’ কর্মসূচির আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (আখাউড়া) সঞ্জয় কুমার হাওলাদার এবং শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন।
অভিযানে সহযোগিতা করেন রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার বলেন, ‘আইডি যার, টিকেট তার’ এর আওতায় টিকিট কালোবাজারিদের রুখতে রেলস্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর মাধ্যমে যাত্রীদের টিকিট কাটার প্রতি সচেতনতা এবং কালোবাজারিদের কঠোর সতর্ক করা হয়। টিকিট কালোবাজারি ও অনিয়ম রোধে প্রশাসন এবং রেলওয়ে কর্র্তৃপক্ষকে সঙ্গে নিয়ে নিয়মিত এ ধরণের অভিযান চলবে।
কেকে/ আরআই