নীলফামারীর উত্তরা ইপিজেডের চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) ওই চার কারখানার পক্ষে নোটিশ জারির মাধ্যমে বন্ধ ঘোষণা করা হয়।
বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড, মেইগো বাংলাদেশ লিমিটেড, ইপিএফ প্রিণ্টিং লিমিটেড ও সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড।
কারখানা কতৃপক্ষের নোটিশে বলা হয়েছে, গত ২৫ অক্টোবর থেকে শ্রমিকরা অবৈধ ও অঘোষিত ধর্মঘট ও কর্মবিরতিসহ বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত হন। শ্রমিকদের সঙ্গে একাধিকবার আলোচনার চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯ এর ধারা ১২ (১) অনুযায়ী ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, এই সময়ে কোনো শ্রমিক বা কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কারখানায় প্রবেশ করতে পারবে না। পরিস্থিতি অনুকূলে এলে এবং উৎপাদনের পরিবেশ সৃষ্টি হলে পুনরায় খোলার তারিখ জানানো হবে।
উত্তরা ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক নাজমুল আলম চারটি কারখানা বন্ধের নোটিশ জারির বিষয়টি স্বীকার করেন।
কেকে/ আরআই