স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিমের সাথে কোন দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন যশোরের শার্শা উপজেলার বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিন।
রোববার (২৬ অক্টোবর) সকালে এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
সম্প্রতি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিমের সাথে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিনের স্কুল সংক্রান্ত বিষয়ে মনোমালিন্যের ঘটনা ঘটে; যা পরবর্তী উভয়ের মধ্যে মতৈক্যের ভিত্তিতে মীমাংসাসহ নিষ্পত্তি হয়। কিন্তু, একটি পক্ষ বিষয়টিকে রাজনৈতিক ইস্যু তৈরি করে মোস্তাফিজ্জোহা সেলিমের বিরুদ্ধে অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছে।
বিষয়টি সুরাহার জন্য রোববার সকাল দশটার দিকে নিজ অফিস কক্ষে আহসানুল কবীর তুহিন বিবৃতিতে সাংবাদিকদের বলেছেন, ‘গত ১৩ অক্টোবর বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠন নিয়ে সভাপতির সাথে আমার মনোমালিন্য বা তিনি আমাকে মারধর করেছেন—এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে; যেটি আমার ভাবমূর্তী নষ্ট করছে।’
তিনি আরও বলেন, ‘সভাপতির সাথে আমার কোন দ্বন্দ্ব নেই এবং এটি একটি মিমাংসিত বিষয়। আমি সকলকে এ বিষয়ে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব।’
কেকে/ এমএ