রাজধানীর মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. আমিরুল হামজা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নবীনগর হাউজিং এলাকার ১১ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিশুটির পরিবার প্রথমে থানায় একটি অভিযোগ করলে পরে রাত ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে বলে জানা গেছে। এরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
জানা গেছে, ভুক্তভোগী শিশুর পরিবার নবীনগর হাউজিংয়ের ১১ নম্বর রোডের ৮২ নম্বর ভাড়া বাসায় বসবাস করে। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর লক্ষ্মীপুরে। শিশুটির বাবা রিকশাচালক এবং মা বাসাবাড়িতে কাজ করেন।
পরিবারের সদস্যরা জানান, শিশুটি বিকেলে বাসার নিচে খেলছিল। ওই সময় একই বাসার ভাড়াটিয়া আমিরুল হামজা চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ছাদে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে শিশুটি ঘটনাটি তার মাকে জানালে পরিবারটি থানায় অভিযোগ দায়ের করে। এদিকে অভিযুক্ত প্রথমে বিষয়টি অস্বীকার করে উল্টো পরিবারটিকে হুমকি দেয়। তবে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে ওই ভুক্তভোগী পরিবারটিকে এই ঘটনাকে কেন্দ্র করে কে বা কারা হুমকি দিয়ে এসেছিল।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ খোলা কাগজকে বলেন, এই ঘটনায় প্রথমে একটি অভিযোগ পাওয়া যায়, পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। মামলার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, ভুক্তভোগী পরিবারকে কেউ হুমকি দিলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/ আরআই