রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় বিশেষ অভিযানে ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-২।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে বসিলা ৪০ ফিট রোডস্থ স্বপ্নধারা ও বসিলা হাউজিং এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন মো. তৈমুর ওসমান আরিফ এবং মো. রাসেল। এ সময় তাদের ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বসিলা এলাকার “লাজফার্মা লিমিটেড” নামের ফার্মেসির সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে আসছিলেন। আটককৃতদের দেখানো মতে কাভার্ড ভ্যানের সামনের কেবিন থেকে বিশেষ কায়দায় লুকানো ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং রাজধানীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
কেকে/ আরআই