নেত্রকোনা জেলায় চলতি আমন মৌসুমে আমন আবাদ শেষ হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে অতি বর্ষণের কারণে আবাদে সমস্যা হলেও পরে তা ঠিক হয়ে গেছে। কোন কোন আমনের জমিতে এখন ধানের থৌর বের হতে দেখা গেছে।
নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি আমন মৌসুমে নেত্রকোনা জেলায় ১ লাখ ৩৫ হাজার ৯০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছিল। কিন্তু, আবাদ হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৪০ হেক্টর। মাত্র ৫০ হেক্টর জমিতে বর্ষণজনিত কারণে আবাদ করা যায়নি।
নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ চন্দন কুমার মহাপাত্র জানান, নেত্রকোনা সদর, কেন্দুয়া ও পূর্বধলায় আমনের আবাদ সবচেয়ে বেশি হয়েছে। এবার সারা জেলায় আমনের ফলন ভালো হবে। কারণ, এখন পর্যন্ত আমনের জন্য আবহাওয়া অনুকূলে। এ বছর আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৮৯৫ টন।
নেত্রকোনা সদরের দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের সিঞ্চাপুর গ্রামের কৃষক কামরুজ্জামান বলেন, ‘আমন আবাদে এবার তাদের কোন সমস্যা হয় নাই। কৃষি বিভাগ থেকে তাদের খোঁজ-খবর নেওয়া হয়েছে এবং সার পেতেও সহযোগিতা করা হয়েছে।’
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘এ বছর জেলায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কারণ, আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘জেলায় আমন জমিতে দেওয়ার জন্য সব প্রকার সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। এই নিয়ে কৃষকদের উৎকন্ঠিত হওয়ার কোন সুযোগ নাই। সব উপজেলার নির্বাহী অফিসারকে বলা হয়েছে- আমন আবাদে যাতে কৃষদদের কোন সমস্যা না হয়, সেদিকে খেয়াল রাখতে এবং কৃষি অফিসারদের নিয়ে জমি পরিদর্শন করতে।’
কেকে/ এমএ