মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামে হাইব্রিড জাতের লাউ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।
সরেজমিনে দেখা যায়, বিশাল অনাবাদি জমিজুড়ে সারি সারি লাউয়ের ঝাড়, সবুজ লতায় ঝুলছে বোতল আকৃতির উজ্জ্বল সবুজ রঙের লাউ।
স্থানীয় কৃষক জাহাঙ্গীর মিয়া ও গনি মিয়া যৌথভাবে ৫৬ শতক জমিতে পরীক্ষামূলকভাবে হাইব্রিড লাউ ‘ডায়না’ চাষ করেছেন। চাষে খরচ হয়েছে প্রায় এক লাখ ২০ হাজার টাকা, আর বিক্রি থেকে ইতিমধ্যেই অর্ধলক্ষাধিক টাকা আয় করেছেন। খরচ বাদে এই মৌসুমে লক্ষাধিক টাকা আয়ের আশা করছেন তারা।
এই লাউ জাতের চারা লাগানোর মাত্র ৫০-৫৫ দিনের মধ্যে ফল আসে, প্রতিটি লাউয়ের গড় ওজন দুই থেকে তিন কেজি। টানা তিন মাস ফল দিতে সক্ষম এই জাতের লাউ। হাইব্রিড লাউ সারা বছর চাষযোগ্য, রোগ প্রতিরোধী এবং বাজারে চাহিদাও বেশি।
উপজেলার কৃষক বিকাশ সরকার বলেন, “সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবকও কৃষিতে আসছে। এতে স্থানীয় অর্থনীতি ও সবজি চাষের প্রসার ঘটবে।”
শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, “ধান চাষের তুলনায় খরচ কম হওয়ায় কৃষকরা লাউ চাষে ঝুঁকছেন। এবার উপজেলার প্রায় ৫২ হেক্টর জমিতে লাউ চাষ করা হচ্ছে। জাহাঙ্গীর ও গনি মিয়ার সফলতা দেখে অন্যান্য কৃষকরাও অনাবাদি জমি কাজে লাগিয়ে লাউ চাষে আগ্রহী হচ্ছেন।”
কেকে/এজে