চট্টগ্রাম জেলার রাউজান গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুর উদ্দিন জুয়েল চৌধুরীকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া।
তিনি জানান, চেক প্রতারণা তথা এনআই অ্যাক্ট মামলার ওয়ারেন্টের ভিত্তিতে জুয়েলকে গ্রেফতার করা হলেও গত ২৯ জুলাই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাউজানের সাবেক সাংসদ গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
জানা গেছে, নুর উদ্দিন জুয়েল বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
নুর উদ্দিন জুয়েল রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বক্স এলাহি চৌধুরী বাড়ির মৃত মুছা প্রকাশ ইছা চৌধুরীর ছেলে।
পরিবারের দাবি, গত শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ডিবি অফিসের পরিচয় দিয়ে পুলিশের পোশাক পরিহিত ব্যক্তিরা জুয়েল চৌধুরীকে তুলে নিয়ে যায়। এরপর থেকে জুয়েল চৌধুরী নিখোঁজ থাকার দাবি করে আসছিল তার স্ত্রী ফিরোজা চৌধুরী।
মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘চট্টগ্রাম নগরী থেকে গ্রেফতারের পর শনিবার (১৮ অক্টোবর) রাউজান থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি ও এলআইসির সহযোগিতায় রাউজান থানার মূলতবি সাজা গ্রেফতার পরোয়ানা সিআর মামলায় (এনআই অ্যাক্ট) সিএমপির পুলিশ কমিশানারের কার্যালয়ের এলআইসি শাখা থেকে নিয়ে জেলা গোয়েন্দা শাখা রাখার পর ২৯ জুলাইয়ের মামলায় গ্রেফতার করা হয়।
কেকে/ এমএ