মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পটকা জাতীয় বিস্ফোরক দ্রব্য রাখা এবং মোড়কবিহীন পণ্য বিক্রির অপরাধে শহরের সোনার বাংলা রোডের দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় পটকা জাতীয় বিস্ফোরক দ্রব্য রাখার অপরাধে মুছা স্টোরের মালিককে ২০ হাজার এবং মোড়কবিহীন পণ্য বিক্রির অপরাধে বৃষ্টি বাদল এন্টারপ্রাইজের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/ আরআই