বান্দরবান সদরের রেইচা আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিয়মিত গাড়ি তল্লাশি এবং গোপন তথ্যের ভিত্তিতে ১৭ লিটার দেশীয় তৈরি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেইচা আর্মি ক্যাম্প, বান্দরবান সেনা জোন।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে রেইচা আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা একটি মাহিন্দ্র গাড়ি তল্লাশি করতে গিয়ে গাড়ির ভেতর লুকিয়ে রাখা অবস্থায় দেশীয় তৈরি ১৭ লিটার মদ উদ্ধার করে। এসময় মদ বহনের দায়ে মো. মনির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
মনির বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাশেম পাড়ার বাসিন্দা।
রেইচা আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গাড়ির বিভিন্ন অংশে লুকিয়ে রাখা মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মদসহ বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
কেকে/ আরআই