পটুয়াখালীর দশমিনায় আবু সাইদ নামের সাত বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিজাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাইদ ওই গ্রামের শামীম মোল্লার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে আবু সাইদ ঘরের ভেতরে খেলছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর ঘরে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা মিলে খোঁজ করতে গিয়ে বাড়ির পুকুরে শিশুটিকে পানিতে ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদা নাসরিন জিতু তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম খোলা কাগজকে জানান, ঘটনার বিষয় জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাদের কোন অভিযোগ না থাকায় শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়া হয়।
কেকে/ আরআই