ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কৃষকদের জন্য উদ্ভাবনী প্রযুক্তি নির্ভর ‘খামারি অ্যাপস’ উদ্বোধন করা হয়েছে। এই অ্যাপস ব্যবহার করে কৃষকরা জমির উপযোগী ফসল বাছাই ও সার প্রয়োগের সঠিক পরামর্শসহ আধুনিক কৃষি ব্যবস্থাপনায় দিকনির্দেশনা পাবেন।
রোববার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দরিকান্দিতে অ্যাপসটির উদ্ধোধন করা হয়। এর আগে কৃষকদের নিয়ে অ্যাপসের উপকারিতা নিয়ে মত বিনিময় সভা হয়েছে।
সভায় প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম বলেন, ‘খামারি অ্যাপসের মাধ্যমে কৃষকরা অনেক কম সার ব্যবহার করেও বেশি ফলন ঘরে তুলতে পারবেন। এতে একদিকে সারের সাশ্রয় হবে, অন্যদিকে মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং ফসল রোগবালাই থেকে সুরক্ষিত থাকবে। পাশাপাশি সরকারের বিপুল পরিমাণ সার ভর্তুকির চাপও কমে আসবে।’
সরেজমিনে দেখা যায়, দড়িকান্দি নয়াবাড়ি এলাকায় ১৫ হেক্টর জমিতে ৪৮ জন কৃষক এই অ্যাপসের সুবিধা নিচ্ছেন।
কৃষকরা জানান, আগে যেভাবে প্রচলিত নিয়মে সার ব্যবহার করতেন, খামারি অ্যাপসের নির্দেশনা মেনে তা প্রায় অর্ধেক কমিয়ে আনলেও ফলনের কোনো ঘাটতি হয়নি। এতে উৎপাদন খরচ কমেছে এবং কৃষকরা লাভবান হচ্ছেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
কেকে/ এমএ