বরগুনার তালতলীতে লেখাপড়ার পাশাপাশি মুরগি পালন করে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন স্থানীয় সাংবাদিক লিমন গাজি। বর্তমানে তার খামারে ১ হাজার মুরগি রয়েছে।
লিমন গাজি উপজেলার ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের আ. জব্বার গাজীর ছেলে ও তালতলী সরকারি কলেজের শিক্ষার্থী। পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন।
এ বিষয়ে খামারি লিমন গাজির সাথে কথা হলে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমার পরিকল্পনা ছিল মুরগির খামার করার। এ জন্য আশেপাশে কিছু খামার পরিদর্শন করি এবং পরামর্শ নিয়ে বাড়িতে একটি মুরগির খামার গড়ে তুলি। এতে আমার ৩ থেকে ৪ লাখ টাকা খরচ হয়। আমার খামারে বর্তমানে এক হাজার মুরগি রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বেকারত্ব দূর করতে বাড়তি আয়ের জন্য এই খামার গড়েছি। সরকারিভাবে এ বিষয়ে প্রশিক্ষণ ও সহজ ঋণের ব্যবস্থা পেলে এই খামারই বদলে দেবে আমার জীবন।’
কেকে/বি