ওমানের রাজধানী মাস্কাটে সিব গ্লোবাল স্কাই কোম্পানির উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও নৈশভোজ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) মাস্কাটের উপশহর সিবের একটি ফার্ম হাউজে এ আয়োজনে ওমানের নানা শ্রেণি-পেশার প্রবাসী অংশ নিয়েছেন।
কোম্পানির যৌথ মালিক শাহাদাত হোসাইন ও মোজাহিদ বিন আলী দুই ভাই বলেন, ‘প্রবাসে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে নিজেদের মাঝে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিকরণ ও সংস্কৃতির মেলবন্ধন রচনা করতে এমন আয়োজন।’
‘কাজের একঘেয়েমি দূর করে প্রবাসে বেড়ে ওঠা আগামির প্রজন্মকে দেশের ঐতিহ্য ও সাংস্কৃতির সাথে পরিচয় করতে ব্যাপক ভূমিকা রাখবে—এমন আয়োজন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হক, সিনিয়র সহ-সভাপতি সিআইপি রেজাউল করিম, সিআইপি আজিমুল হক বাবুল, সাধারণ সম্পাদক এমএন আমিন, গাল্ফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উর হাসান চৌধুরী, বৃহত্তর চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি সিআইপি ইয়াছিন চৌধুরী, আব্দুল হান্নান প্রমুখ।
অতিথিরা বলেন, ‘বিদেশে স্থানীয় আইন-কানুন মেনে চলে দেশের ইমেজ বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।’
দেশের সমৃদ্ধি ও উন্নয়নে অংশধারী হতে সবাইকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে আহ্বান করা হয় অনুষ্ঠান থেকে।
পরে সবাই নৈশভোজে অংশ নেন।
কেকে/ এমএ