কাতারে চট্টগ্রাম সমিতির নবনির্বাচিত সভাপতি ইসমাইল মনসুর ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসাইন নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি দোহার একটি অভিজাত হোটেলে চট্টগ্রাম সমিতির আংশিক কমিটি ঘোষণা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে আহ্বায়ক কমিটির সদস্য সচিব লায়ন মো. মঈন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মহিউদ্দিন কাজল।
সংগঠনে সর্বসম্মনিক্রমে ইসমাইল মনছুরকে সভাপতি ও মোজাম্মেল হোসাইনকে সাধারণ সম্পাদক করে এই আংশিক কমিটি ঘোষণা করেন লায়ন মো. মঈন উদ্দীন।
এ সময় বক্তব্য রাখেন মাওলানা জমির উদ্দীন, আহ্বায়ক কমিটির সদস্য মো. আলী, মাইন উদ্দীন, আমির সোহেল, ইঞ্জিনিয়ার নাছেরসহ অন্যন্যরা।
আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা।
সংগঠনের নেতাকর্মীরা জানায়, চট্টগ্রামবাসীর স্বার্থরক্ষা, সাংস্কৃতিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতা জোরদারের পাশাপাশি প্রবাসীদের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে।
কেকে/বি