সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের প্রথম সামাজিক সংগঠন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের (সিবিউপ) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।
২০০২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রবাসে সিলেট বিভাগের মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে ব্যতিক্রমী অবস্থান তৈরি করেছে। বাংলাদেশ সরকার নিবন্ধিত সংগঠনটি ধারাবাহিকভাবে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
নতুন কমিটির অভিষেক উপলক্ষে আমিরাতের আজমান প্রদেশের উম্মুল মুমেনীন ওমেন এসোসিয়েশনের জাহরা হলরুমে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনে প্রবাসী বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সমিতি আবুধাবীর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান আলহাজ্ব জাওয়াদুর রহমান।
ইতোমধ্যে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গীতিকবি একে আজাদ লালল, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক রুজেল তরফদার এবং অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে।
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার আয়োজক কমিটির পক্ষ থেকে সকল প্রবাসী বাংলাদেশিদের স্বপরিবারে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
কেকে/ আরআই