মৌলভীবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলালের নামাজে জানাজা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ২টায় শহরের সৈয়দ শাহ মোস্তফা (রহ.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
জানাজায় সাংবাদিক সংগঠন, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানা যায়, সাংবাদিক তমাল ফেরদৌস বৃহস্পতিবার ভোর ৪টা ৪০ মিনিটে মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুর খবরে জেলার সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বেলা ১২টা ৩০ মিনিটে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক ও মৌলভীবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা শোক ও শ্রদ্ধা জানান।
সাংবাদিক তমাল ফেরদৌস দুলালের মৃত্যুতে শোক জানিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ, মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন প্রেসক্লাব ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জেলার সাংবাদিক নেতারা বলেন, সিনিয়র সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল দীর্ঘদিন ধরে অসামান্য পেশাদারিত্বের সঙ্গে মৌলভীবাজারে সাংবাদিকতা করেছেন। তাঁর মৃত্যুতে মৌলভীবাজার জেলাবাসী একজন সৎ ও নিষ্ঠাবান সাংবাদিককে হারিয়েছে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। এ সময় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
কেকে/ আরআই