চট্টগ্রামের ফটিকছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে অমিত দাশ অভি নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার লেলাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নতুন আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। আটককৃত অভি ওই এলাকার মৃত হৃদয় রঞ্জন দাশের ছেলে।
জানা যায়, বুধবার দুপুরে কিশোরীকে ঘরে রেখে তার মা কাজের উদ্দেশ্যে গেলে অভিযুক্ত অভি বিদ্যুতের সংযোগ লাগানোর কথা বলে ঘরে ঢুকে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ধর্ষককে ফাঁদ পেতে আটক করে থানা পুলিশে দেয় এলাকাবাসী।
কিশোরীর মা বলেন, আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে অভি। আমি তার কঠিন বিচার চাই।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ধর্ষণের অভিযোগে কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ধর্ষক আটক আছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
কেকে/ আরআই