১৩তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে (বিটিটিএফ) সুহা ট্রাভেলস থাইল্যান্ড এনেছে মেডিকেল ট্যুরিজমের নতুন চমক। থাইল্যান্ডের ১৫টি নাম করা হসপিটালের সেবাকে হাতের মুঠোয় এনেছে প্রতিষ্ঠানটি। তিন থেকে পাঁচ কার্যদিবসে মেডিকেল ভিসা, বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসসহ নানা ধরনের সুবিধা নিয়ে হাজির হয়েছে সুহা ট্রাভেলস।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ ফেয়ার শুরু হয়েছে। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (টোয়াব) এ মেলার আয়োজন করেছে।
মেলায় সুহা ট্রাভেলসের স্টল নম্বর দ্বিতীয় তলার সেলিবেরিটি হলের ৩১,৩২,৪৩,৪৪।
সুহা ট্রাভেলসের কর্ণধার মোহাম্মদ সোলায়মান বলেন, ‘অত্যাধুনিক চিকিৎসা সেবার জন্য বিশ্বব্যাপী থাইল্যান্ড খুবই জনপ্রিয়। থাইল্যান্ডের হাসপাতালগুলো বিশ্বমানের চিকিৎসা সেবা দিয়ে থাকে। আমরা চেষ্টা করেছি, ১৫টি নাম করা হসপিটালের তিন শতাধিক ডাক্তার ও বিশেষজ্ঞদের এক ছাতার নিচে নিয়ে আসতে।’
তিনি আরও বলেন, ‘সুহা ট্রাভেলসের মাধ্যমে সবচেয়ে কম সময়ের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং মাত্র তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই থাইল্যান্ডের মেডিকেল ভিসা করা হয়। শুধু তাই নয়, এয়ার অ্যাম্বুলেন্স, দোভাষী এবং ঔষধ টিকেট ও থাকার ব্যবস্থাও করা হয়।’
ইতোমধ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাপক সাড়া ফেলেছে সুহা ট্রাভেলস থাইল্যান্ড। এই প্রতিষ্ঠানের সার্ভিসের কারণে বাংলাদেশ, নেপাল ও ভুটানসহ আরও কয়েকটি দেশের মানুষদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে।
ব্যাংকক শহরের প্রাণকেন্দ্রে পাঁচ তারকা হোটেল অ্যাম্বাসেডরে সুকুম্ভিত সই-১১তে রয়েছে নিজস্ব ফার্মেসি ও অফিস। থাইল্যান্ডে মেডিকেল ট্যুরিজম কিংবা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত ব্যাপারে যে কোন সেবা পেতে নিজস্ব হটলাইন রয়েছে প্রতিষ্ঠানটির। +৬৬৯৬৭৮০৪৩৪৭, +৬৬৯৭০৩০৯৭৬২ নম্বরে যে কোন প্রয়োজনে সেবা নেওয়া যায় অথবা ভিজিট করতে পারেন www.suhatrip.com ওয়েবসাইট।