বিটিভির শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এ আধুনিক গানে সারা দেশের মধ্যে সেরা দশে স্থান অর্জন করেছে চট্টগ্রামের কাজী তাফাননুম নাওয়ার।
চট্টগ্রাম জেলা থেকে ‘ক’ বিভাগে হামদ-নাত ও আধুনিক গান—দুই বিষয়ে অংশগ্রহণ করে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত অডিশনে তাফাননুম ইয়েস কার্ড পায়। দুই বিভাগেই উত্তীর্ণ হয়ে সে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করে। বিভাগীয় পর্যায়ে আধুনিক গানে সেরা পাঁচের তালিকায় জায়গা করে নেওয়ার পর ঢাকায় বিটিভি কেন্দ্রে অনুষ্ঠিত চূড়ান্ত বাছাই পর্বে সে অংশ নেয়।
দেশের আট বিভাগের সেরা পাঁচজন করে মোট ৪০ জনেরও বেশি প্রতিযোগীর মধ্যে তাফাননুম আধুনিক গানে নবম স্থান অধিকার করে সেরা দশে সুযোগ পায়। পরবর্তী সেরা পাঁচ নির্ধারণী পর্বে অংশ নিয়ে সে অষ্টম স্থান অর্জন করে।
চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কাজী তাফাননুম নাওয়ার। নতুন কুঁড়িতে অংশগ্রহণ করে আধুনিক গানে টপ টেনে যেতে পেরে সে উচ্ছ্বসিত।
তাফাননুম জানায়, “নতুন কুঁড়িতে অংশগ্রহণ করে শিল্পসংস্কৃতি বিকাশের জন্য দারুণ অভিজ্ঞতা পেয়েছি। দেশের নানা অঞ্চল থেকে আসা ছোট ছোট শিশু-কিশোরদের সঙ্গে মিশতে পেরে খুব ভালো লেগেছে। অনেক গুণী শিল্পীকে, যাদের আগে শুধু টিভিতে দেখতাম, তাদের সামনাসামনি দেখা ও কথা বলার সুযোগ পেয়েছি—এটা ছিল অসাধারণ অভিজ্ঞতা।”
নতুন কুঁড়িতে আধুনিক গানে টপ টেনের অষ্টম স্থানে থেকে তাফাননুম বলে, “সারা দেশের মধ্যে এই পর্যন্ত যেতে পারা আমার জন্য অনেক বড় ব্যাপার।”
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিশু বিভাগ থেকে সংগীতে প্রশিক্ষণ নিয়েছে সে। সামনে আরও নিয়মিত প্রশিক্ষণ নিয়ে একজন দক্ষ শিল্পী হিসেবে দেশের জন্য কিছু করতে চায়।
তাফাননুম মনে করে, “আমাদের সমাজে এখনো নানা বাধা-বিপত্তি আছে। তবু যদি কেউ চেষ্টা করে, তবে অনেক দূর যাওয়া সম্ভব—নতুন কুঁড়ি সেই প্রেরণাই দিয়েছে।”
সে গান নিয়ে কাজ চালিয়ে যেতে চায় এবং চট্টগ্রামসহ বাংলাদেশের জন্য ভালো কিছু করতে সকলের দোয়া চেয়েছে।
কেকে/ এমএ