৪৮ বৎসরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলায় একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) জেলা শাখার আয়োজনে সদর হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রেহেনা পারভিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পারুল মন্ডল, নাজমুল হক, রাজিয়া খাতুন, রেবা খাতুন প্রমুখ।
কেকে/ আরআই