মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ জেলা শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অফ ময়মনসিংহ’ এর উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগের সেমিনারে নবগঠিত কমিটির পরিচিতি, নবীনদের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. তন্ময় রায় তুষার, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ইলিয়াস উদ্দিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল রাকিব সিকদার ও জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে উপদেষ্টারা বলেন, ‘ময়মনসিংহ অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবারের মতো। নবীনদের আগমন এই পরিবারের নতুন প্রাণ, আর বিদায়ী শিক্ষার্থীরা এই পরিবারের গর্ব।’
বক্তারা আরও বলেন, ‘এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, বন্ধন ও সহযোগিতার মনোভাব বৃদ্ধি করে।’
তারা নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনে আত্মউন্নয়ন ও নেতৃত্বগুণ বিকাশে উৎসাহিত করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
এছাড়া এসোসিয়েশনের সদস্যের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেকে/বি