ফতুল্লার চানমারি এলাকায় মাদকবিরোধী বিশেষ যৌথ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ১৬ জনকে গ্রেফতার করে কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) রাতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদী জানায়, চানমারি এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত ফতুল্লা থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা আটককৃত ১৬ জনকে গাঁজা রাখা ও খাওয়ার অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডিতরা হলেন, আসিফ (২২), তারা মিয়া (৩৫), মোক্তার হোসেন (৩৫), মো. বাচ্চু (৫৫), জসীম উদ্দিন (৪০), মামুন (৩২), কাওসার (৩৭), মুনসুর (৫৫), রতন (৩৭), জামাল (৩৮), শিপন (৩৮), আলামিন (৩৭), জুয়েল (৪০), রাজীব (৪০), আকাশ মিয়া (২৪) ও মিজানুর রহমান (৩৩)।
কেকে/বি