বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ও ডিপিডিস’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রুহুল আমিন বলেছেন, বিগত সরকারের সময়ে বিদ্যুৎ বিভাগের আওতাধীন দপ্তরগুলোতে পদোন্নতির ক্ষেত্রে ব্যাপক অনিয়ম করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) “পানি ও বিদ্যুৎ খাতে টেকসই অবকাঠামো এবং কৌশলগত পরিকল্পনা: ভবিষ্যৎ নেতৃত্বে প্রকৌশলীদের ভূমিকা” শীর্ষক সেমিনারে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (বিডব্লিউপিইএ) নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল আমিন বলেন, “বাংলাদেশের ইতিহাসে ৫ আগস্ট না আসলে আমরা আজকে যারা এখানে মঞ্চে অথবা মঞ্চের সামনে উপস্থিত আছি তাদের হয়তো অনেকে উপস্থিত হওয়া সম্ভব হতো না। ৫ আগস্ট হয়েছিল বৈষম্যবিরোধী আন্দোলন। যে আন্দোলনে আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ জীবন দিয়েছে—পরিবার, সমাজ, বিভিন্ন দপ্তর তথা রাষ্ট্র থেকে বৈষম্য বিলুপ্ত করার জন্য। কিন্তু আমরা সেটাতে কতটুকু আন্তরিক।”
তিনি আরো বলেন, “বিগত সরকারের সময়ে বিদ্যুৎ বিভাগের আওতাধীন দপ্তরগুলোতে পদোন্নতির ক্ষেত্রে ব্যাপক অনিয়ম করা হয়েছে। যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সিনিয়রকে বাদ দিয়ে জুনিয়র থেকে প্রমোশন দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পানি সম্পদ ও পরিবেশ; বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ।
এ সময় পানি ও বিদ্যুৎ সেক্টরের বিভিন্ন দপ্তরের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সংস্থা প্রধানরা, বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির নেতৃবৃন্দ ও সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এজে