এবারও নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। ২০২৬ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ ও প্রকাশনা শাখার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
এর আগের বছরও বিশ্ববিদ্যালয়টি নিজস্ব ব্যবস্থাপনায় নিজ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা নিয়েছিল।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, জনসংযোগ ও প্রকাশনা শাখার ফেসবুক পেজ এবং জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
এদিকে, গতবারের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা এককভাবে নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়ার উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছিলেন।
কেকে/ আরআই