প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আরএমজি ও টেক্সটাইলসহ বিভিন্ন সেক্টরের চাহিদানুযায়ী দক্ষ কর্মী তৈরির মাধ্যমে চাকরিদাতা ও প্রার্থীর মধ্যে সেতুবন্ধন তৈরিসহ ব্যবসায়িক উন্নয়ন, ক্যারিয়ার ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করা স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারারস এন্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরাস্থ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র সভাকক্ষে আয়োজিত এ সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি (এএমএমটি) বিভাগ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট ও অ্যামিটি ডিজাইন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহাব উদ্দুজা চৌধুরী।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিএমইএ’র পরিচালক ও ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, বিজিএমইএ’র পরিচালক ও রুমানা ফ্যাশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মিসেস রুমানা রশিদ, ফ্যাকাল্টি অব ডিজাইন এন্ড টেকনোলজি’র ডিন প্রফেসর শিশির কুমার ভট্টাচার্য এবং রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান।
এএমএমটি বিভাগের প্রধান ফারজানা মিতা’র স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। চাকরি সংযোগ কার্যক্রম, শিল্পের চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে প্রেজেন্টেশন পরিচালনা করেন এসআইসিআইপি’র জব প্লেসমেন্ট এন্ড ডেটাবেজ কোঅর্ডিনেটর আসফাকুর রহমান রাজিব। প্রেজেন্টেশনে এসআইসিআইপি থেকে পাশ করা চাকরিজীবীদের সাফল্যগাঁথা তুলে ধরে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশন ও বিজিএমইএ’র যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিল্পক্ষেত্রের শীর্ষ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও নীতিনির্ধারকদের সঙ্গে একাডেমিয়া ও শিল্পখাতের সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, “যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই চ্যালেঞ্জিং যুগে পিছিয়ে পড়তে পড়তে একসময় আমরা হারিয়ে যাব।”
সমাপনী বক্তব্যে এসআইসিআইপি’র প্রধান সমন্বয়ক মোঃ মুনির চৌধুরী বলেন, বিজিএমইএ’র সঙ্গে যৌথভাবে যুগের চাহিদানুযায়ী প্রফেশনাল প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা চাকরি দাতা ও প্রার্থীর মধ্যে সেতুবন্ধন তৈরিতে কাজ করছেন, যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভায় টিম গ্রুপ, ফকির ফ্যাশন, পিটি গ্রুপ, এপিলিয়ন গ্রুপ, এবিএ গ্রুপ, লিজা ফ্যাশন, রেনেসাঁ, পার্ল গ্লোবাল ও স্নোটেক্সসহ শীর্ষস্থানীয় পোশাক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা মতবিনিময় করেন।
সবশেষে উপস্থিত সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের সুভেনির হস্তান্তর ও ফটোসেশনের মাধ্যমে প্রায় দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কেকে/ আরআই