কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সভিত্তিক স্বাস্থ্যসেবা ও সামাজিক সংগঠন ভেড়ামারা উপজেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত ও গতিশীল করার লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলার সকল সিএইচসিপির উপস্থিতিতে সিএইচসিপির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। মো. শওকাই জামিল (রাসেল) সভাপতি, মো. আশরাফুল আলম সহ-সভাপতি, হাসান আল মাহমুদ (সোহাগ) সাধারণ সম্পাদক, মোছা. শিল্পী খাতুন যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মোখলেসুর রহমান কোষাধক্ষ্য, মোছা. জান্নাতুল ফেরদৌস সাংগঠনিক সম্পাদক ও মাহফুজা নাজনিন নিপা প্রচার সম্পাদক পদে নির্বাচিত হন।
কেকে/বি