কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি, গম, সূর্যমুখী ও চিনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম।
প্রণোদনার অংশ হিসাবে নির্বাচিত ৬৫০ জন কৃষকদের মাঝে গম, সূর্যমুখী, চিনাবাদামসহ বিভিন্ন ফসলের উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার তুলে দেওয়া হয়।
কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি কর্মকর্তা মুনতাসীর হাসান খান, উপজেলা মৎস কর্মকর্তা রাজীব চন্দ্র দাস, বিআরডিবি কর্মকর্তা ইলিয়াস হোসেন প্রমুখ।
কৃষি বিভাগের কৃষি সম্প্রসারণ অফিসার মো. আলমগীর হোসেন জানায়, ‘এই উদ্যোগ স্থানীয় কৃষকদের রবি ফসল উৎপাদনে সহায়তা করবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।’
কেকে/বি