জামালপুরের বকশীগঞ্জে গাভী পালন প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গাভী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি সংস্থা মানব উন্নয়ন সংস্থার (মাউস) উদ্যোগে ৭টি পরিবারকে এসব গাভী বিতরণ করা হয়।
গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন। গাভী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব উন্নয়ন সংস্থার (মাউস) নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম।
এ সময় সুপারভাইজার সাদুল্লাহ হাবিব, ব্র্যাক কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ উপকারীভোগী ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংস্থাটির সহায়তায় উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে গাভী পালন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
উপকারভোগীদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তর।
কেকে/বি