চার দিন ধরে নিখোঁজ কামাল উদ্দীন, খুঁজে পেতে পরিবারের আকুতি
হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১০:৪১ এএম

ছবি: প্রতিনিধি
চট্টগ্রাম নগরীতে অফিস থেকে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ মো. কামাল উদ্দিন (৭১)। তাকে খুঁজে পেতে পরিবার আকুতি জানিয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
নিখোঁজ মো. কামাল উদ্দিন সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের বাসিন্দা।
নিখোঁজ মো. কামাল উদ্দিনের মেয়ের জামাই বখতিয়ার উদ্দিন বলেন, গত ২৬ অক্টোবরে চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানার পশ্চিমে তার কর্মস্থান ইসহাক ভিলা থেকে জিইসি আসবে বলে সকাল ৯ টায় বের হন। এরপর থেকে ওনার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তিনি বাসায়ও আসেননি। কোন আত্মীয়ের বাড়িতেও যাননি। এর পর থেকে তার আর কোন খোঁজ মেলেনি।
বৃদ্ধা বাবার নিখোঁজের পর থেকে পরিবারের সবাই নির্ঘুম দুশ্চিন্তায় রয়েছে। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে আকুতি জানিয়েছেন। তার খোঁজ পেলে এই নস্বরে যোগাযোগ ০১৮৭৬-২৯৩০৮৩ করতে বলা হয়েছে।
নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম মঙ্গলবার বলেন, ‘এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তবে কামাল উদ্দিনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।’
কেকে/এআর