বুধবার, ২৯ অক্টোবর ২০২৫,
১৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
শিরোনাম: ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়াল বাংলাদেশ      দক্ষ প্রকৌশলী গঠনই টেকসই অবকাঠামোর মূল ভিত্তি : শাহেদুল আজিম      ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা : প্রেস সচিব      আজকের আলোচিত সাত সংবাদ      ঐকমত্য কমিশনের সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ পুরোপুরি উপেক্ষা করা হয়েছে      টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাতে টাইগারদের প্রয়োজন ১৫০ রান      দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না : রিজভী      
দেশজুড়ে
কাঞ্চননগরে সড়ক উন্নয়নের ফলে বদলেছে কৃষির চিত্র
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৭:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে যোগাযোগব্যবস্থার উন্নয়নে বদলে গেছে কৃষির চিত্র। আধুনিক ও প্রশস্ত সড়ক নির্মাণের ফলে এখন মাঠের ফসল সহজেই বাজারে পৌঁছানো যাচ্ছে। এতে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়া ছাড়াও গ্রামীণ অর্থনীতিতে এসেছে নতুন গতি।

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা কাঞ্চননগর ইউনিয়ন কৃষিপ্রধান এলাকা। ধুরুং খালের দুই তীরে বিস্তীর্ণ চরে সারা বছর চাষ হয় নানা জাতের সবজি, ধান, মরিচ ও তরমুজ। আগে রাস্তা ভাঙাচোরা থাকায় ফসল পরিবহন ছিল কষ্টসাধ্য ও ব্যয়বহুল। বর্ষায় রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে পড়ত, ফলে অনেক ফসল সময়মতো বাজারে বিক্রি করা যেত না।

উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় ১৩ দশমিক ৪৬ কিলোমিটার দীর্ঘ কাঞ্চননগর সড়কটি সর্বশেষ সংস্কার হয়েছিল ২০০৯ সালে। দীর্ঘদিন পর ‘লক্ষীছড়ি হেডকোয়ার্টার টু ফটিকছড়ি উপজেলা হেডকোয়ার্টার সড়ক উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ৪ হাজার ৪০০ মিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ৩৯ লাখ টাকা।

স্থানীয় কৃষক এখলাস উদ্দিন বলেন, “আগে ফসল বাজারে নিতে অনেক কষ্ট হতো। এখন রাস্তাটা ভালো হওয়ায় সহজে ফসল নিয়ে যেতে পারছি। খরচ কমেছে, আয় বেড়েছে।”

আরেক কৃষক আবদুল গফুর জানান, “রাস্তাটা পাকা হওয়ার পর আমাদের জীবনে বড় পরিবর্তন এসেছে। এখন ফসল পচে যাওয়ার ভয় নেই, সময়মতো বিক্রি করতে পারি।”

স্থানীয় জনপ্রতিনিধি আবছার বলেন, “নতুন এই সড়কটি ফটিকছড়ির কৃষিনির্ভর অর্থনীতিতে প্রাণসঞ্চার করেছে। এতে কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী—সবাই উপকৃত হচ্ছেন।”

এদিকে, ধুরুং খালের চর ও আশপাশের প্রায় আড়াই হাজার হেক্টর জমির ফসল এখন সহজেই বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এতে কৃষির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যক্ষেত্রেও এসেছে ইতিবাচক পরিবর্তন।

সড়কটির নির্মাণ করেছে মেজদা কনস্ট্রাকশন ও রুবেল কনস্ট্রাকশন। রুবেল কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. রুবেল বলেন, “আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সড়কটি নির্মাণ করা হয়েছে। এটি চালু হলে কাঞ্চননগর ও লক্ষীছড়ি উপজেলার মানুষের যাতায়াত সহজ হবে, কৃষিপণ্যের বাজারজাতকরণে গতি আসবে।”

ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ বলেন, “কৃষিনির্ভর কাঞ্চননগরে যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে কৃষি উৎপাদন আরও বাড়বে। সড়কটি চালু হলে কৃষকরা সময় ও খরচ বাঁচিয়ে লাভবান হবেন, এতে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  কাঞ্চননগর   সড়ক উন্নয়ন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিখোঁজের ১৮ ঘন্টা পর বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
রাজনীতি না করার ঘোষণা দিয়েও মনোনয়ন চান সন্দ্বীপের কামাল
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়াল বাংলাদেশ
দক্ষ প্রকৌশলী গঠনই টেকসই অবকাঠামোর মূল ভিত্তি : শাহেদুল আজিম
নালিতাবাড়ীতে পাওনা টাকা না দেওয়ায় ব্যবসায়ী কারাগারে

সর্বাধিক পঠিত

নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবে হাবিপ্রবি
‘বিগত সময়ে বিদ্যুৎ বিভাগের দপ্তরগুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে’
কাপাসিয়ায় বেহাল যাত্রী ছাউনি, ভোগান্তিতে সাধারণ মানুষ
মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১৫
১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close