মাগুরার মহম্মদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ প্রণোদনা দেওয়া হয়।
বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিস থেকে সার ও সরিষার বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মোট ৫ হাজার ৬৯৫ জন কৃষককে সরিষা, মসুর, গম, পেঁয়াজ, মুগ ও খেসারী ফসলের জন্য বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতি কৃষককে ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার এবং ১ কেজি সরিষা বীজ দেওয়া হয়।
উপজেলা কৃষি অফিসার মো. আব্দুস সোবাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি মাগুরার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. আলমগীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুম রানা, সিনিয়র সহ-সভাপতি মো. মাহামুদুন নবী ডাবলু প্রমুখ।
কেকে/ আরআই